পণ্য বিবরণ
উপাদান
প্রতিটি বোলাস-এ আছে ঃ
সালফাডায়াজিন ইউএসপি... ১.৬৬৬ গ্রাম
সালফাডিমিডিন বিপি .........১.৬৬৬ গ্রাম
সালফাপাইরিডিন ইউএসপি.................১.৬৬৬ গ্রাম
ফার্মাকোলজি
সালফা®-৩ বোলাস ব্যবহৃত সালফোনামাইডগুলোর সাথে Para-amino benzoic acid (PABA) এর গঠন (Structural) সাদৃশ্য থাকায় সালফা-৩ (ভেট) বোলাস (PABA) সংশ্লেষণ এর পথে Competitive inhibition এর মাধ্যমে বন্ধ করে দেয়। ফলে ব্যাকটেরিয়া PABA সংশ্লেষণ করতে না পেরে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনটি সালফা ড্রাগ Synergistic action প্রদর্শন করে, ফলে সালফা -৩ বোলাসের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায় ।
নির্দেশনা
সালফাo-৩ বোলাস পশু-পাখির সালফোনামাইড্স সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ ও আমি ক রোগে বিশেষ কার্যকরী। গালফা-৩ বোলাস-এ তিনটি ভিন্ন ভিন্ন সালফোনামাইডস মিশ্রিত করায় ক্রিষ্টাল ইউরিয়ার সম্ভাবনা হ্রাস পায়।
মাত্রা ও প্রয়োগবিধি
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য ।
পশুর দৈহিক ওজন অনুযায়ী সালফা ®-৩ বোলাস-এর মাত্রা নির্ধারণ করা হয়।
প্রাথমিক মাত্রা (প্রথম দিন) প্রতি ৩৫ কেজি দৈহিক ওজনের জন্য ১টি বোলাস ।
পরবর্তী মাত্রা (দ্বিতীয় দিন থেকে) প্রতি ৩৫ কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক প্রাথমিক মাত্রার অর্ধেক অর্থাৎ ১/২ বোলাস ।
সাধারণত : ৩-৪ দিন চিকিৎসাই যথেষ্ট, তবে প্রয়োজনে ৭ দিন পর্যন্ত ঔষধ সেবন করানো যায় । চিকিৎসা চলাকালে পশুকে পর্যাপ্ত পানি পান করাতে হবে।
অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে ব্যবহার্য
প্রতি-নির্দেশনা
সক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ব্যবহারে মাইক্রোফ্লোরা ব্যালেন্স ও ভিটামিন বি১২ সংশ্লেষণ প্রতিনির্দেশ করে।
সতর্কতা
রোগাক্রান্ত পশুর কিডনী সমস্যায় সতর্কতার সাথে সালফা® পার্শ্ব-প্রতিক্রিয়া
বোলাস ব্যবহার করতে হবে।
সাধারণ থেরাপিউটিক মাত্রায় সালফোনাইডসমূহ ক্ষতিকর নয় কিন্তু দীর্ঘদিনের চিকিৎসার ফলে এগ্রানুলোসাইটোসিস, ক্রিষ্টাল ইউরিয়া, হেমোলাইটিক এ্যানিমিয়া এবং ভিটামিন কে এর স্বল্পতা দেখা দিতে পারে। দীর্ঘদিন ব্যাপী চিকিৎসা প্রয়োজন হলে পশুকে অবশ্যই বিশেষ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে। যদি পানিস্বল্পতা একটি উল্লেখযোগ্য লক্ষণ হয় তাহলে অবশ্যই বেশী করে তরল খাবার খাওয়াতে হবে। সালফা®-৩ (ভেট) বোলাস কিডনী জনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ।
গর্ভবতী ও দুগ্ধবর্তী প্রাণীতে ব্যবহার
গর্ভাবস্থায় প্রাণীতে সালফোনেমাইড ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কার কোন তথ্য প্রতিষ্ঠিত হয়নি। দুগ্ধদানকালীন অবস্থায় সালফোনামাইড ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
ঔষধ মিথষ্ক্রিয়া
এন্টাসিডের সাথে সালফোনামাইড ব্যবহারের ফলে এর বায়োএভেইলেবিলিটি কমতে পারে। ডাইইডরেটিক এর ব্যবহারের ফলে সালফোনামাইড ব্যবহার করলে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে ।
মানাধিক্যতা
অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গ্যাস্ট্রোইনটেসটাইনাল সমস্যা (বমি, বমি বমি ভাব, পাতলা পায়খানা), কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টক্সিসিটি (অবসাদগ্রস্থতা, মাথা ব্যাথা, বিভ্রান্তি) মুখমন্ডল ফলে যাওয়া এবং ক্রিষ্টাল ইউরিয়ার সমস্যা দেখা দিতে পরে।
প্রত্যাহারকাল
গবাদিপ্রাণী : মাংস - ১৪ দিন, দুধ - ৫ দিন।
সংরক্ষণ
শিশুদের নাগালের বাইরে রাখুন । আলো থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন ।
সরবরাহ
৫ × ৪ টি বোলাস