মোরগ-মুরগি ও বাছুরের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় কার্যকর ঔষধ
কার্যকরী উপাদান
প্রতি গ্রাম পাউডারে আছে:
সোডিয়াম সালফাক্লোরো পাইরিডাজিন ইউ এস পি ........১০০ মি.গ্রা.
ট্রাইমেথোপ্রিম বিপি......................................................................২০ মি.গ্রা.
গুণাগুণ
সুলট্রিক ব্যাকটেরিয়ার জীবন চক্রে এদের বৃদ্ধি ও বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সুলট্রিক এর-মূল উপাদান দু'টি একত্রে কয়েকগুণ বেশী কার্যক্ষমতার অধিকারী, যার ফলে ইহা বহুমুখী কার্যকর, উচ্চক্ষমতা সম্পন্ন ও স্বল্পমাত্রায় প্রয়োগ করেই কার্যকর ফল লাভ করা যায়। এ সকল গুণাবলী থাকার কারনে সুলট্রিক দ্বারা চিকিৎসার ফলে ব্যাকটেরিয়ার প্রতিরোধী বা রেজিস্ট্যান্ট হবার সম্ভাবনাও কম। সুলট্রিক-এ বিদ্যমান ভিটামিন-কে প্রোটিন সিন্থেসিস-এ সহায়তা করে ফলে ইনফেকশন জনিত কারণে অভ্যন্তরীন অঙ্গে রক্তক্ষরন বন্ধ হয়।
সুলট্রিক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করলে মোরগ-মুরগীর গৃহীত খাদ্যের রূপান্তর হার, দৈহিক বৃদ্ধি, ডিমের উৎপাদন হার কিংবা ডিমের উর্বরতার উপর কোন ক্ষতিকর প্রভাব পড়ে না ।
ব্যবহারক্ষেত্র
সুলট্রিক গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মোরগ-মুরগী ও বাছুরে নিম্ন লিখিত রোগ সমূহের চিকিৎসায় ও রোগ নিয়ন্ত্রনে ব্যবহার করা হয়।
মোরগ-মুরগী......................................................বাছুর
ইনফেকশাস করাইজা...................................ডায়রিয়া
ফাউল কলেরা.................................................গ্যাষ্ট্রো-এন্টারইটিস
এয়ার স্যাক ডিজিজ...........................................কলিফরম সেপ্টিসেমিয়া
কলি সেপ্টি সেমিয়া ...........................................ব্রঙ্কোনিউমোনিয়া
কলি এন্টারাইটিস ............................................পলি আরথ্রাইটিস
সালপিনজাইটিস...............................................কাফ ডিপথেরিয়া
ওফেলাইটিম.........................................................নাভী পাকা
পুলোরাম ডিজিজ
সি.আর.ডি. কমপ্লেক্স
ষ্ট্যাফাইলোকক্কাল ইনফেকশনস
মাত্রা ও প্রয়োগবিধি
মোরগ-মুরগিতে: সুলট্রিক মোরগ-মুরগীর পানি কিংবা খাদ্যের সঙ্গে মিশিয়ে নিম্নোক্ত ছক অনুযায়ী পর পর ৩-৫ দিন প্রয়োগ করতে হবে।
রোগের ধরণ..................সুলট্রিক প্রতি লিটার পানিতে.................সুলট্রিক প্রতি কেজ খাদ্যে
সাধারণ............................................১.৫-২.০ গ্রাম................................................................২.০-২.৫ গ্রাম
তীব্র...................................................২.৫ গ্রাম
নিয়ন্ত্রণ মাত্ৰা..........................................১.০ গ্রাম
দ্রষ্টব্য : বাচ্চা মোরগ-মুরগীতে মৃত্যু হার নিয়ন্ত্রণ করার জন্য বাচ্চার প্রথম সপ্তাহ বয়সে সুলট্রিক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হিসেবে খাওয়ানো উচিত।
বাছুরে: সুলট্রিক পানি, দুধ কিংবা বিকল্প খাদ্যের সঙ্গে মিশিয়ে পরপর ৫ থেকে ১০ দিন খাওয়াতে হবে। সম্ভব হলে দৈনিক মাত্রার অর্ধেক ঔষধ অর্থাৎ প্রতি ২৫ কেজি দৈহিক ওজনের জন্য ২.৫ গ্রাম সুলট্রিক সকালে এবং ২.৫ গ্রাম সন্ধ্যায় প্রয়োগ করা উচিত
সহিষ্ণুতা
সুলট্রিক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করলে তা মোরগ-মুরগীর কাছে অত্যন্ত সহনীয় ।
বিপরীত নির্দেশনা
জাবরকাটা প্রাণী (যেমন: গরু, মহিষ, ছাগল, ভেড়া) যখন ঘাস খেয়ে হজম করার বয়স হয় তখন তাদের সুলট্রিক দেওয়া উচিত নয়। কারণ, এতে তাদের পাকস্থলীর রুমিনাল ফ্লোরার ক্ষতি হতে পারে ।
সতর্কতা
- পানির মাধ্যমে সুলট্রিক দ্বারা চিকিৎসা চলাকালীন দিনগুলিতে মোরগ-মুরগীকে উক্ত ঔষধ মিশানো পানি ছাড়া অন্য পানি খাওয়ানো যাবে না ।
- পানির মাধ্যমে প্রয়োগের ক্ষেত্রে সুলট্রিক এর প্রয়োজনীয় দ্রবণ প্রত্যহ তৈরী করে নিতে হবে। -অসুস্থ মোরগ-মুরগীর পানি গ্রহণ মাত্রা কমে যেতে পারে। সম্ভব হলে এসকল মোরগ-মুরগীকে
আলাদা করে সুলট্রিক আনুপাতিক হারে বেশি দিতে হবে।
—প্রচন্ড গরমে মোরগ-মুরগীর পানি গ্রহণের পরিমান বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে সুলট্রিক আনুপাতিক হারে কম দিতে হবে।
সংরক্ষণ
সরাসরি সূর্যালোক থেকে দূরে, আর্দ্রতামুক্ত, শীতল স্থানে গুদামজাত করুন
- শিশুদের নাগালের বাইরে রাখুন
প্যাকিং
১০x১০ গ্রাম স্যাশেট ১০×১০০ গ্রাম স্যাশেট