পণ্য বিবরণ
উপাদান
রেনামক্স® (ভেট) ১ গ্রাম ইনজেকশন ঃ প্রতি ভায়ালে আছে ১.০৬ গ্রাম এমোক্সিসিলিন সোডিয়াম বিপি, যা এমোক্সিসিলিন ১ গ্রাম এর সমতুল্য।
রেনামক্স® (ভেট) ১.৫ গ্রাম ইনজেকশন ঃ প্রতি ভায়ালে আছে ১.৫৯ গ্রাম এমোক্সিসিলিন সোডিয়াম বিপি, যা এমোক্সিসিলিন ১.৫ গ্রাম এর সমতুল্য।
রেনামক্স® (ভেট) ২ গ্রাম ইনজেকশন ঃ প্রতি ভায়ালে আছে ২.১২ গ্রাম এমোক্সিসিলিন সোডিয়াম বিপি, যা এমোক্সিসিলিন ২ গ্রাম এর সমতুল্য।
ফার্মাকোলোজি
ফার্মাকোডাইনেমিক্স ঃ এমোক্সিসিলিন একটি বিস্তৃত বর্ণালীর পেনিসিলিন, যা গ্রাম-পজিটিভ ও গ্রাম-নেগেটিভ উভয় ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকর। এটি ব্যাক্টেরিয়ার কোষপ্রাচীর সংশ্লেষনে বাঁধা প্রদানের মাধ্যমে ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে।
ফার্মাকোকাইনেটিক্স ঃ ঔষধটি প্রাণীদেহের বিভিন্ন কোষ/অঙ্গ যেমন-যকৃত, ফুসফুস, পেশী, পিত্ত্ব, এসাইটিক, প্লিউরাল ও সাইনোভিয়াল ফ্লুইড সমূহে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়তে পারে। এমোক্সিসিলিন মূলত রেনাল মেকানিজমের মাধ্যমে দেহ হতে বের হয়ে যায়। নির্দেশনা
রেনামক্স® (ভেট) ইনজেকশন গরু, ঘোড়া, ভেড়া/ছাগল, শুকর, কুকুর ও বিড়ালের নিম্নলিখিত সংক্রমণজনিত রোগের ক্ষেত্রে নির্দেশিত-
পরিপাকতন্ত্রের রোগসমুহ ঃ কাফ স্কাউর, গ্রাস্ট্রাইটিস, এন্টারাইটিস ইত্যাদি।
শ্বাসতন্ত্রের রোগ সমুহ ঃ বঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সাইন্যুসাইটিস, ল্যারিঞ্জাইটিস ইত্যাদি। মুত্রপ্রজননতন্ত্রের রোগ সমূহ : ম্যাট্রাইটিস, ম্যাস্টাইটিস, পায়োমের্টা, নেফরাইটিস, পোষ্ট-পার্টাম ইনফেকশন, রিটেইন্ড প্লাসেন্টা, সিসটাইটিস ইত্যাদি।
স্থানীয়ভাবে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঃ ফোঁড়া, ক্ষত, একজিমা, কানের প্রদাহ ইত্যাদি । ভাইরাসজনিত ব্ল্যাক কোয়টার, নাভী পাকা, অন্ত্রনালী ইফেকশন, হেমোরেজিক সেপ্টেসিমিয়া, সালমোনেলোসিস, ফিভার, জয়েন্ট ইনফেকশন, ফুট-রট, কাফ-স্কাউর, ব্রঙ্কোনিমোনিয়া ইত্যাদি।
মাত্রা ও প্রয়োগবিধি
প্রয়োগপথ : মাংসপেশী / শিরায় / চামড়ার নিচে ব্যবহার করতে হবে। প্রস্তাবিত মাত্রা নিম্নরুপ-
বড় প্রাণী ঃ ৬ থেকে ১১ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে দিনে ১-২ বার পরপর ৩-৫ দিন । বাছুর/ছাগল/ভেড়া ঃ ৭ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে দিনে ১-২ বার পরপর ৩-৫ দিন। কুকুর/বিড়াল ঃ ৫ থেকে ১০ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে দিনে ৩ বার পরপর ৩-৫ দিন। রেনামক্স® (ভেট) ১ গ্রাম, ১.৫ গ্রাম ও ২ গ্রাম ইনজেকশন প্রতিটির ক্ষেত্রে ১০ মি.লি. জীবাণুমুক্ত ডাব্লিউএফআই (ইনজেকশনের জন্য ব্যবহৃত পানি) যোগ করে দ্রবীভূত করতে হবে এবং মাংসপেশী / শিরায় / চামড়ার নিচে নিম্নোক্ত মাত্রায় প্রয়োগ করতে হবে ।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে ব্যবহার্য।
প্রতি-নির্দেশনা
রেনামক্স' (ভেট) ইনজেকশন এমোক্সিসিলিন-এর প্রতি সংবেদনশীল প্রাণীতে প্রতিনির্দেশিত।
সাবধানতা ও সতর্কতা
এমোক্সিসিলিন বিটা-ল্যাকটামেজ এনজাইম উৎপাদনকারী ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে অকার্যকর। অন্যান্য
বিটা-ল্যাকটাম এন্টিবায়োটিকসমূহ যেমন-সেফালোস্পোরিন, সেফামাইসিন, কারবাপেনেমস ইত্যাদির প্রতি অতীব সংবেদনশীল প্রাণীতে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
পার্শ্ব-প্রতিক্রিয়া
পেনিসিলিন সমূহে বিরুপ প্রভাবগুলো সাধারনত গুরুতর হয় না এবং বিরুপ প্রভাবগুলো পুনরায় ঘটার সংখ্যাও খুব কম হয় ।
গর্ভবতী ও দুগ্ধবতীপ্রাণীতে ব্যবহার
রেনামক্স® (ভেট) ইনজেকশন গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার নিরাপদ।
অন্যান্য ঔষধের সাথে ক্রিয়া
ঔষধের সাথে : ব্যাক্টেরিওস্ট্যাটিক এন্টিবায়োটিকসমূহের (ক্লোরামফ্যানিকল, ইরাথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন ও সালফোনেমাইডসমূহ ইত্যাদি) সাথে এমোক্সিসিলিন ব্যবহারে ইহার কার্যকারিতা হ্রাস পায়।
খাবার ও অন্যান্যের সাথে ঃ কোন মিথস্ক্রিয়া খুঁজে পাওয়া যায়নি।
প্রত্যাহারকাল
মাংস-২৫ দিন ও দুধ-৩ দিন ৬ ঘন্টা।
মাত্রাধিকতা
মুখে অতিরিক্ত পরিমাণ পেনিসিলিন খাওয়ালে পরিপাকনালীর সমস্যা ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য সমস্যাগুলোর সম্ভাবনা কম ।
সংরক্ষণ
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা (৩০° সে. তাপমাত্রার উপরে নয়) স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন ।
সরবরাহ
রেনামক্স® (ভেট) ১ গ্রাম ইনজেকশন ঃ প্রতিটি বাক্সে ইনজেকশনের জন্য ১ গ্রাম পাউডার সমৃদ্ধ ভায়াল ও ১০ মি.লি. জীবাণুমুক্ত ডাব্লিউএফআইযুক্ত ১টি এ্যাম্পুল এবং ১০ মি.লি. একবার ব্যবহার্য সিরিঞ্জ ।
রেনামক্স® (ভেট) ১.৫ গ্রাম ইনজেকশন : প্রতিটি বাক্সে ইনজেকশনের জন্য ১.৫ গ্রাম পাউডার সমৃদ্ধ ভায়াল ও ১০ মি.লি. জীবাণুমুক্ত ডাব্লিউএফআইযুক্ত ১টি এ্যাম্পুল এবং ১০ মি.লি. একবার ব্যবহার্য সিরিঞ্জ।
রেনামক্স® (ভেট) ২ গ্রাম ইনজেকশন ঃ প্রতিটি বাক্সে ইনজেকশনের জন্য ২ গ্রাম পাউডার সমৃদ্ধ ভায়াল ও ১০ মি.লি. জীবাণুমুক্ত ডাব্লিউএফআইযুক্ত ১টি এ্যাম্পুল এবং ১০ মি.লি. একবার ব্যবহার্য সিরিঞ্জ ।