পণ্য বিবরণ
রেনামাইসিন ১০০ ইনজেকটেবল সলিউশন পশুপাবীর বিভিন্ন মারাত্মক ও সংক্রামক রোগের চিকিৎসার জন্য দ্বিগুণ ঘনত্ব বিশিষ্ট বহুল পরিচিত, নির্ভরযোগ্য ও কার্যকরী ব্রডস্পেকট্রাম এন্টিবায়োটিক ইনজেকশন। রেনামাইসিন ১০০ ইনজেকটেবল সলিউশনে মাধ্যম হিসেবে পলিভিনাইল পাইরিলিডন (পিডিপি) ব্যবহার করার ফলে ইনজেকশন প্রয়োগের স্থানে ব্যথা হয়না এবং ঐ স্থানের টিস্যুর কোন ক্ষতি হয় না। রেনামাইসিন ১০০ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, রিকেটশিয়া, স্পাইরোকিটেস ও প্রটোজোয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন রোগের চিকিৎসায় অত্যান্ত কার্যকর।
কার্যকরী উপাদান
প্রতি মি.লি.-তে আছে
অক্সিটেট্রাসাইক্লিন বেস ইই এসপি.............১০০ মি.গ্রা. (অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড হিসেবে)
সুবিধা সমূহ
• রেনামাইসিন -১০০ দ্বিগুণ ঘনত্ব শক্তি বিশিষ্ট ব্রড স্পেকট্রাম এন্টিবায়োটিক। • রেনামাইসিন ২১০০ রক্তে কার্যকরী মাত্রায় উচ্চ হারে বিরাজ করে তাই দ্রুত কাজ শুরু করে।
• রেনামাইসিন ১০০ এ পিডিপি থাকায় ইনজেকশন প্রয়োগের স্থানে ব্যাথা হয়না বললেই চলে।
• রেনামাইসিন ১০০ কোষকলায় উচ্চ ঘনত্বের কারণে অনুজীবের বিরুদ্ধে সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করে।
ব্যবহার সমূহ
রেনামাইসিন ১০০ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। এছাড়া এনাপ্লাজমা, রিকেটশিয়া ও কিছু ক্ষতিকর ফাঙ্গাসের বিরুদ্ধে রেনামাইসিন ১০০ ভালো কাজ করে। গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, বিড়াল ও হাস-মুরগীতে রেনামাইসিন ১০০ এর ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে-
এন্থ্রাক্স বা তড়কা
• হেমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলাফুলা
• ব্ল্যাক কোয়ার্টার বা বাদলা
• ম্যালিগন্যান্ট ইডিমা ব্রুসেলোসিস
• পাইলোনেফ্রাইটিস • কাফ স্কাউর
• ইনফেক্শাস এন্টারাইটিস নাভিতে ঘা • কসিডিওসিস
• কাফ ডিপথেরিয়া
• ম্যাস্টাইটিস বা ওলান পাকা
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি ৪
নিউমোনিয়া
• জরায়ুতে পুঁজ
• জরায়ুতে প্রদাহ • শিং ভাঙ্গা • কাটা, পোড়া, ঘা • খাসী করানো • একটিনোমাইকোসিস
• এবসেস
• ফুট-রট
• ক্ষুরা রোগের আক্রান্ত পশুতে সেকেন্ডারী ব্যাকটেরিয়াল ইনফেকশন
মাত্রাঃ
রেনামাইসিনo১০০ ইনজেকশন মাংস পেশীতে, শিরায়, চামড়ার নীচে অথবা পেরিটোনিয়াল ক্যাভিটিতে প্রয়োগ করা যায়। রেনামাইসিন ১০০ এর স্বাভাবিক মাত্রা হচ্ছে প্রতি কেজি দৈহিক ওজনের জন্য অক্সিটেট্রাসাইক্লিন ৫-১০ মি.গ্রা. অর্থাৎ (৫-১০ মি.লি. রেনামাইসিন ১০০ ইনজেক্শন প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য) প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। সাধারণত ৪৩-৫ দিনের চিকিৎসাই যথেষ্ট তবে রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে ।
এনাপ্লাজমোসিস রোগের চিকিৎসায় প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১০ মি.লি রেনামাইসিন ১০০ ইনজেক্শন প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর একটানা ১০ দিন প্রয়োগ করতে হবে।
সাবধানতা
যেহেতু ব্যাকটেরিওট্যাটিক ঔষধ ব্যাকটেরিওসাইডাল ঔষধের কাজে বাধা দেয় তাই অক্সিটেট্রাসাইক্লিন ও পেনিসিলিন এক সাথে ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ
১০ মি.লি ও ১০০ মি.লি. ভায়াল।