পণ্য বিবরণ
কার্যকরী উপাদান
প্রতিটি রেনামাইসিন এএফ ট্যাবলেট-এ আছে :
অক্সিটেট্রাসাইক্লিন ইউএসপি........................৫০০ মি. গ্রা.(হাইড্রোক্লোরাইড হিসাবে)
ব্যবহার ক্ষেত্র
রেনামাইসিন স্পর্শকাতর জীবাণু দ্বারা সৃষ্ট রোগে রেনামাইসিন এনিমেল ফরমুলা ট্যাবলেট ব্যবহার করলে অসুস্থ প্রাণী দ্রুত রোগমুক্ত হয়।
মাত্রা ও প্রয়োগবিধি
গরু ও মহিষ :
প্রতি ৫০-১০০ কেজি দৈহিক ওজনের জন্য ২-৪ ট্যাবলেট ছাগল ও ভেড়া ঃ
প্রতি ১০-২০ কেজি দৈহিক ওজনের জন্য ৩ / ৪-১ ট্যাবলেট ঘোড়া ঃ প্রতি ৭৫ কেজি দৈহিক ওজনের জন্য ১ ট্যাবলেট অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ।
যৌনাঙ্গে ব্যবহার প্রণালী
রেনামাইসিন রক্ত, পুঁজ বা অন্যান্য দেহ নির্যাসের সঙ্গে মিশ্রিত হলেও এর কার্যকরী ক্ষমতা অপরিবর্তিত থাকে। রেনামাইসিনের এই বিশেষ গুণের জন্য গরু, মহিষ, ঘোড়া, ছাগল ও ভেড়া প্রভৃতি প্রাণীর যৌনাঙ্গে নিম্নে বর্ণিত রোগ দেখা দিলে রেনামাইসিন এনিমেল ফরমুলা ট্যাবলেট আদর্শ পেশারী ( Ideal pessary) হিসেবে ব্যবহার করা হয়। যেমন-
- জরায়ু ফোলা বা মেট্রাইটিস
- এন্ডোমেট্রাইটিস
- সারভিসাইটিস
- জরায়ুতে পুঁজ বা পায়োটো
- ভ্যাজাইনাইটিস
- ডিসটোকিয়া
- গর্ভপাত
- আটকে যাওয়া গর্ভফুল ও বাচ্চা প্রসবের পর যৌনাঙ্গে বিভিন্ন প্রকার জীবাণুর সংক্রমণে
মাত্রা ও প্রয়োগবিধি
গরু, মহিষ ও ঘোড়া : ১-২ ট্যাবলেট জরায়ুতে প্রবেশ করাতে হবে
ছাগল ও ভেড়া ১/২ ট্যাবলেট জরায়ুতে প্রবেশ করাতে হবে
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে রেনামাইসিন এনিমেল ফরমুলা ট্যাবলেট-এর ব্যবহার
গরু, মহিবের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দৈহিক ওজন বৃদ্ধির জন্য প্রতিটি প্রাণীর জন্য দৈনিক ৭৫ মি.গ্রা. অক্সিটেট্রাসাইক্লিন বা রেনামাইসিন এনিমেল ফরমুলা ট্যাবলেট ১/৭ হারে দানাদার খাদ্যের সঙ্গে মিশিয়ে নিয়মিত খাওয়াতে হবে।
সংরক্ষণ
আলো থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা (৩০° সে. তাপমাত্রার নীচে) স্থানে রাখুন। শিশুদের নাগালের বাহিরে রাখুন।
সরবরাহ
প্রতিটি বাক্সে আছে ৫ × ৪ টি ট্যাবলেট