পণ্য বিবরণ
গবাদি প্রাণির পরিপাক বা হজম সমস্যায় হাইপোগ্লাইসেমিয়ার সহায়ক ঔষধ হিসেবে যেমন: এসিডোসিস, কিটোসিস, প্রেগন্যান্সি টক্সিমিয়া, অতিরিক্ত খাদ্য গ্রহনের ফলে পেট ফাপা বা পেট জাগা হঠাৎ খাবারের পরিবর্তন, বিষক্রিয়া যেমন অতিরিক্ত ইউরিয়া, সাইলেজ ইত্যাদি গ্রহন ট্রমাটিক রেটিকুলাইটিসে অতিরিক্ত চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়। রক্তে গ্লকোজ মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যবহৃত হয়।