পণ্য বিবরণ
নিউমােনিয়া, ত্বক ও ত্বকের গঠনে সংক্রমণ, হাড় ও হাড়ের জোড়ার সংক্রমণ,
পরিপাকতন্ত্রের সংক্রমণ, ব্যাকটেরিয়া কর্তৃক কর্ণ সংক্রমণ , মূত্রতন্ত্র ও জনন তন্ত্রের সংক্রমণে ব্যবহার্য। এছাড়াও মাস্টাইটিস, মেট্রাইটিস, সেপটিসেমিয়া, নিউমােনিয়া, মেনিনজাইটিস, হেমােরেজিক সেপটিসেমিয়া, ব্ল্যাক কোয়ার্টার, এনথ্রাক্স, ফুট রট এবং অপারেশনের পূর্বে ও পরে সংক্রমণ প্রতিরােধে ব্যবহার্য।