পণ্য বিবরণ
উপাদান:
ইরাসেফ ® ভেট ১ গ্রাম আইএম ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে স্টেরাইল সেফট্রিয়াক্সোন সোডিয়াম ইউএসপি যা সেফট্রিয়াক্সোন ১ গ্রাম এর সমতূল্য।
ইরাসেফ ® ভেট ২ গ্রাম আইভি ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে স্টেরাইল সেফট্রিয়াক্সোন সোডিয়াম ইউএসপি যা সেফট্রিয়াক্সোন ২ গ্রাম এর সমতূল্য।
ইরাসেফ ® ভেট ২ গ্রাম আইএম ইঞ্জেকশন: প্রতি ভায়ালে আছে স্টেরাইল সেফট্রিয়াক্সোন সোডিয়াম ইউএসপি যা সেফট্রিয়াক্সোন ২ গ্রাম এর সমতূল্য।
বর্ণনা:
সেফট্রিয়াক্সোন একটি থার্ড জেনারেশন, সেমিসিনথেটিক, ব্রডস্প্যকট্রাম সেফালোসপরিন এন্টিবায়োটিক যা ইন্ট্রাভেনাস ও ইন্ট্রামাসকুলার রুটে প্রয়োগ করা যায়। এটি বিটা ল্যাকটামেসেস, পেনিসিলেনেসেস ও সেফালোসপরিনেসেস ধরনের গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংসের মাধ্যেমে সেফট্রিয়াক্সোন ব্যাকটেরিয়াসাইডাল ক্রিয়া প্রর্দশন করে।
নির্দেশনা:
ইরাসেফ ® ভেট ইঞ্জেকশন সংবেদনশীল জীবাণু দ্বারা ঘটিত ইনফেকশন যেমন শ্বসনতন্ত্রের সংক্রমণ (ফুসফুস), ত্বক ও ত্বকের গঠনে সংক্রমণ, হাড় ও হাড়ের জোড়ার সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ (আন্তঃ পাকস্থলীতে), ব্যাকটেরিয়া কর্তৃক কর্ণ সংক্রমণ ও মুত্রথলীর সংক্রমণ ইত্যাদি সংক্রমণে ব্যবহার্য। এছাড়াও সংবেদনশীল জীবানু দ্বারা আক্রান্ত ক্ষনস্থায়ী কিন্তু তীব্র সংক্রমণে নিম্নোক্ত নির্দেশনায় কার্যকর যেমন মাসটাইটিস, মেট্রাইটিস, সেপটিসেমিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, হেমোরেজিক সেপটিসেমিয়া, এনথ্রাক্স, ফুট রট, অপারেশনের পূর্বে সংক্রমণ প্রতিরোধে ও অপারেশনের পরে সংক্রমণ রোধে ব্যবহার্য।
মাত্রা ও প্রয়োগবিধি:
সেফট্রিয়াক্সোন গভীর মাংসপেশীতে বা ধীর গতিতে শিরাপথে প্রয়োগ করতে হবে।
Species
|
Dose
|
Administer IV With WFI
|
Administer IM With Lidocaine
|
Large Animals (Cattle, Horse & Camel)
|
10 mg/kg body weight
|
1 ml/10 kg body weight
|
1 ml/28 kg body weight
|
Small Animals (Calf & Goat)
|
15-50 mg/kg body weight
|
1.5-5 ml/10 kg body weight
|
1 ml/6-20 kg body weight
|
Pet Animals (Dogs, Cats)
|
15-50 mg/kg body weight
|
1.5-5 ml/10 kg body weight
|
1 ml/6-20 kg body weight
|
Zoo Animals
|
10 mg/kg body weight
|
1 ml/10 kg body weight
|
1 ml/28 kg body weight
|
ইনজেকটেবল সলিউশন তৈরীর নিয়মাবলী:
মাংসপেশীতে প্রয়োগের জন্য: ১ গ্রাম ইরাসেফ ® ভেট ভায়ালে ৩.৫ মি.লি. লিডোকেইন হাইড্রোক্লোরাইড বিপি ১%
অথবা ২ গ্রাম ইরাসেফ® ভেট ভায়ালে ৭ মি.লি. লিডোকেইন হাইড্রোক্লোরাইড বিপি ১% ইনজেকটেবল সলিউশন ভালো ভাবে ঝাঁকিয়ে মিশিয়ে সলিউশন তৈরী করতে হবে।
ইন্ট্রাভেনাস বা শিরাপথে প্রয়োগের জন্য: ১০ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি ১ গ্রাম ইরাসেফ ® ভেট ভায়ালে মিশিয়ে ইঞ্জেকশন তৈরি করতে হবে। ২ গ্রাম ইরাসেফ ® ভেট এর বেলায় ২০ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি মিশাতে হবে। সদ্য তৈরীকৃত ইঞ্জেকশন ব্যবহার করা উচিত। যদিও ইহা স্বাভাবিক তাপমাত্রায় রাখলে ৬ ঘন্টা অথবা ৫০ সে. তাপমাত্রায় রাখলে ২৪ ঘন্টা ব্যবহার করা যায়।
প্রতিনির্দেশনা:
সেফালোসপরিনের প্রতি সংবেদনশীল প্রানীতে প্রয়োগ করা উচিত নয়। যখন রোগীর নিম্নোক্ত সমস্যা থাকবে তখন রিস্ক-বেনিফিট বিবেচনা করে প্রয়োগ করতে হবে যেমন রক্তক্ষরণ সমস্যা, তীব্র যকৃত অকার্যকারিতা ও বৃক্ক প্রদাহ।
পার্শ্বপ্রতিক্রিয়া:
সংবেদনশীল প্রতিক্রিয়া যেমন একিউট এনাফাইলেক্সিস বা এনজিও ইডিমা, এলার্জিক এ্যগ্রানুলোসাইটোসিস, জ্বর, সিরাম সিকনেস, আরটিকারিয়া, ডায়রিয়া, থ্রম্বোসাইটোসিস ইত্যাদি।
সতর্কতা:
লিডোকেইন হাইড্রোক্লোরাইড বিপি ১% দ্বারা দ্রবীভ‚ত ইরাসেফ ® ভেট (সেফট্রিয়াক্সোন) শিরা পথে প্রয়োগ করা যাবে না।
গর্ভাবস্থা/প্রজননে: ল্যাবরেটরি প্রাণীদের উপর পরীক্ষায় দেখা গেছে যে সেফালোসপরিন ভ্রণের উপর কোন প্রভাব ফেলে না।
দুগ্ধদানকালে: অতি অল্প পরিমান সেফালোসপরিন মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয়। তবে নির্দেশিত মাত্রায় প্রয়োগে
ক্ষতিকারক পরিমান সেফালোসপরিন নিঃসৃত হতে পারে না।
ড্রাগ ইন্টারএকশন: সেফালোসপরিনের সাথে পেনিসিলিন বা ক্লোরামফেনিকল ব্যবহার করলে কার্যকারিতা ব্যাহত হতে
পারে। সেফালোসপরিন মাঝে মাঝে ডায়রিয়া ঘটাতে পারে।
প্রত্যহারকাল: কোন সুনিয়ন্ত্রিত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
সংরক্ষণ:
আলো থেকে দূরে, ১৫০সেঃ থেকে ৩০০সেঃ তাপমাত্রায় শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
প্যাক সাইজ:
ইরাসেফ ® ভেট ১ গ্রাম আইএম পাউডার ফর ইঞ্জেকশন: প্রতি প্যাকে রয়েছে ১টি ভায়ালে স্টেরাইল সেফট্রিয়াক্সোন
সোডিয়াম ইউএসপি যা সেফট্রিয়াক্সোন ১ গ্রাম এর সমতূল্য + ১ টি এ্যাম্পুলে ৩.৫ মি.লি. লিডোকেইন হাইড্রোক্লোরাইড বিপি
১% ইঞ্জেকশন এবং একটি নিডিল সহ ৫ মি.লি. ডিসপোজেবল সিরিঞ্জ।
ইরাসেফ® ভেট ২ গ্রাম আইভি পাউডার ফর ইঞ্জেকশন: প্রতি প্যাকে রয়েছে ১টি ভায়ালে স্টেরাইল সেফট্রিয়াক্সোন সোডিয়াম
ইউএসপি যা সেফট্রিয়াক্সোন ২ গ্রাম এর সমতূল্য + ২০ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর ১ টি এ্যাম্পুল এবং একটি
নিডিল সহ ২০ মি.লি. ডিসপোজেবল সিরিঞ্জ।
ইরাসেফ ® ভেট ২ গ্রাম আইএম পাউডার ফর ইঞ্জেকশন: প্রতি প্যাকে রয়েছে ১টি ভায়ালে স্টেরাইল সেফট্রিয়াক্সোন
সোডিয়াম ইউএসপি যা সেফট্রিয়াক্সোন ২ গ্রাম এর সমতূল্য + ১ টি এ্যাম্পুলে ৭ মি.লি. লিডোকেইন হাইড্রোক্লোরাইড বিপি
১% ইঞ্জেকশন এবং একটি নিডিল সহ ১০ মি.লি. ডিসপোজেবল সিরিঞ্জ।