পণ্য বিবরণ
শক্তিশালী জীনাণুনাশক যা মাছের জন্য ক্ষতিকর সংক্রামক জীবাণু সালমনেলোসিসের বিস্তারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে, রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে | হ্যাচারীতে মাছের ডিম জীবাণু মুক্তকরণে ইউনিডিন অত্যধিক কার্যকরী। সাধারনত ইউনিডিন মোরগ-মুরগীর খাবারের পাত্র, পানির পাত্র, পোলট্রি শেড, পোলট্রি কেইজ, ডিম ফোটানোর ইনকিউবেটর জীবানু মুক্ত করতে ব্যবহার করা হয়। তাছাড়া মেঝে, গবাদি প্রাণীর ক্ষুরারোগ,পায়ের ক্ষত, কসাইখানা, হাম্পেরশোর,গামবুট,ফুটবাথ, ইত্যাদি জীবাণু মুক্ত করতে ব্যবহার করা হয়।