পণ্য বিবরণ
আয়মিন এর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস শরীরের হাড় গঠনে এবং চিংড়ির খােলস শক্তকরনে বিশেষভাবে সহায়তা করে, কপার, আয়রন ও কোবাল্ট সহযােগে তৈরী বিধায় ইহা দেহে রক্ত কনিকা গঠনে বিশেষভাবে সহায়তা করে, লাইসিন ও মিথিওনিন গবাদিপশু ও মাছের দেহে প্রােটিন উৎপাদনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, গবাদিপশু ও মাছের খাদ্যকে সুষম খাদ্যে পরিণত করে এবং মৃত্যুহার হাস করে, গবাদিপশুর ওভারিয়ান ফাংশন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।